ABP Ananda Live: ফের আক্রান্ত ব্যবসায়ী, বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নিউটাউনের সাপুরজিতে টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি দাবি। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় হুমকি, পরে দোকান ভাঙচুরের অভিযোগ অজয় সর্দারের বিরুদ্ধে। মালিক রূপম বিশ্বাস দোকানে এলে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ, অধরা অভিযুক্ত